সোমবার (০২ জানুয়ারি) চট্টগ্রাম মহানগির হাকিম হারুন অর রশীদের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান।
শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো.হারুন।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে নগরীর মুরাদপুরে জনৈক মো.শহীদুল্লাহর ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১০ লাখ টাকার তিনটি চেক চুরি হয়। এই ঘটনায় ২১ সেপ্টেম্বর নগরীর চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের হয়।
চেক তিনটি সংশ্লিষ্ট ব্যাংকের শাখা জমা দিয়ে চিহ্নিত হন ইউপি চেয়ারম্যান একেএম সরওয়ার হোসেন স্বপন। জিডিমূলে দায়ের হওয়া মামলায় তাকে আসামি করা হয়।
ওই মামলায় সোমবার আদালতে আত্মসমর্পণ করেন ইউপি চেয়ারম্যান।
এর আগে গত ৯ অক্টোবর আরও একটি প্রতারণার মামলায় কারাগারে গিয়েছিলেন ইউপি চেয়ারম্যান স্বপন।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
আরডিজি/টিসি