ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ গাড়ি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ গাড়ি একে খান এলাকায় বহুতল ভবনে আগুন। ছবি: সোহেল সরওয়ার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর আকবর শাহ থানার একে খান এলাকায় আল আমিন হাসপাতালের পাশে একটি আটতলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আটটি গাড়ি।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে জেনারেটর বিস্ফোরণ হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, গ্রিন টাওয়ার নামের ওই আটতলা ভবনে জেনারেটর বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর ইউনিটের আটটি গাড়ি পাঠানো হয়েছে।

এখনো আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। একে খান এলাকায় বহুতল ভবনে আগুন

আকবর শাহ থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বাংলানিউজকে জানান, ভবনটির নিচতলায় পার্কিংয়ের জায়গায় জেনারেটরে আগুনে ধরে যায়।

এতে জেনারেটর সহ দুটি মোটর সাইকেল পুড়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭

এআর/টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।