বুধবার (০৪ জানুয়ারি) দুপুরে নগরীর পুরাতন রেলস্টেশন এলাকায় একটি বস্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক হওয়া দুজন হল, নূর আলম (১৮) এবং মো.ইউসুফ (২৩)।
অভিযানে নেতৃত্ব দেয়া নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী বাংলানিউজকে জানিয়েছেন, দুজন নগরীর বিভিন্ন স্থান থেকে মোবাইল চুরি করে এবং সেগুলো স্টেশন রোডে এনে নির্দিষ্ট গ্রাহকদের কাছে বিক্রি করে। এর বাইরে চোরাই মোবাইল চোরদের কাছ থেকে কিনেও বিক্রি করে তারা।
তাদের বিরুদ্ধে নগরীর কোতয়ালি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
আরডিজি/টিসি