ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফে সুষ্ঠুভাবে ওরস সম্পন্ন করতে মঙ্গলবার রাতে গাউছিয়া আহমদিয়া মঞ্জিল সম্মেলন কক্ষে প্রশাসনিক সমন্বয় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
প্রতি বছরের মত এবারও সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.) এর আয়োজন ও ব্যবস্থাপনা ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। ওরশের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ওরশ শরীফে আগত আশেক, ভক্ত, মুরিদানদের জানমালের নিরাপত্তা, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, পরিবেশ বান্ধব স্যানিটেশন, বিশুদ্ধ পানীয়, প্রয়োজনীয় ওষুধসহ বিশেষজ্ঞ ডাক্তার ও এম্বুলেন্স’র ব্যবস্থা থাকবে।
ওরশ শরীফ সুষ্ঠুভাবে সফল করতে পল্লী বিদ্যুৎ, জনস্বাস্থ্য অধিদফতর, সড়ক ও জনপথ, জনপ্রতিনিধি, স্থানীয়দের সঙ্গে সমন্বয় সভার আয়োজন করে মাইজভান্ডার ওরশ শরীফ সুপারভিশন কমিটি ফটিকছড়ি উপজেলা প্রশাসন।
সভায় পুরো ওরশ শরীফ যথাযোগ্য মর্যাদার সাথে পালনে আন্তরিক আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানকে প্রাঞ্জল, ভক্ত আশেক মুরিদানদের পবিত্র সমাবেশে আইন-শৃঙ্খলা রক্ষা, আনুষ্ঠানিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে ইসলামিক শরীয়ত মোতাবেক মাহফিলকে সফল করার উপর গুরুত্বারোপ করা হয়।
শেখ মুহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মওলানা শাহ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী। সভায় অন্যান্যের মধ্যে সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ শামশুল আরেফিন, ফটিকছড়ি থানার এস আই শফিকুল ইসলাম, উপজেলা সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) পণবেশ মহাজন, উপজেলা প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আকরাম হোসেন, নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির মুহাম্মদ জাহাঙ্গীর আলম, পল্লী বিদ্যুৎ বিভাগের মুহাম্মদ মামুনুর রশিদ, নানুপুর, বখতপুর, রোসাংগিরীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানের প্রতিনিধি, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্র, চট্টগ্রাম জেলা, মহানগর, উপজেলা, থানা ও শাখা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩৫ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এমইউ/টিসি