ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরে ৫ জাহাজকে ৮০ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
বন্দরে ৫ জাহাজকে ৮০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম: বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে ৫টি জাহাজকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দরের নির্বাহি ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন।

তিনি বাংলানিউজকে জানান, বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, মাস্টারবিহীন জাহাজ চালানো, নিরাপত্তা সরঞ্জাম না থাকা, অতিরিক্ত পণ্য বোঝাই এবং বে-ক্রসিং অতিক্রমের অনুমতি না থাকায় ৫টি জাহাজকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এমভি ফাইজুন নেছা-২, এমভি ডিউ, এমটি রাইছা, ওটি কুইন অব জ্যোতি-২, ওটি শিপুকে এ জরিমানা করা হয়। এছাড়া ৫টি জাহাজের কাছ থেকে ৯ লাখ ৩২ হাজার ৩৮০ আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২২ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।