চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় কর্মরত ভারপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন পুলিশ সুপার (এসপি) নূর ই আলম মিনা।
বুধবার (০৪ জানুয়ারি) মাসিক অপরাধ সভায় এসপি এসব কথা বলেন।
গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য উপস্থাপন করে এসপি বলেন, পলাতক ৩২১ জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে।
নারী জঙ্গিদের উত্থানের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার জন্য পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করেন পুলিশ সুপার।
সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ রেজাউল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভূঁইয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মশিউদ্দৌলা রেজাসহ সার্কেল এসপি ও ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
এর আগে সকাল ১০টায় মাসিক কল্যাণ সভায়ও বক্তব্য রাখেন পুলিশ সুপার। এরপর ৬৫ জন পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তা ও সদস্যকে র্যাংক-ব্যাজ পরিয়ে দেন তিনি।
মাসিক অপরাধ সভার পর আঞ্চলিক বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন পুলিশ সুপার। তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে ইজতেমাকে নিরাপদ ও সুশৃঙ্খল করায় পুলিশ সদস্যদের ধন্যবাদ দেন।
গত ২৮ অক্টোবর থেকে হাটহাজারী উপজেলার চারিয়ায় চারদিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৯২৩ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
আরডিজি/টিসি