ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘আপনারা রিলাক্স মুডে আছেন, জঙ্গিরা নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
‘আপনারা রিলাক্স মুডে আছেন, জঙ্গিরা নেই’

চট্টগ্রাম: ‘আপনারা রিলাক্স মুডে আছেন, জঙ্গিরা কিন্তু রিলাক্স মুডে নেই। তারা যে কোন সময় আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বিশেষ করে নারী জঙ্গির উত্থান চট্টগ্রামেও হতে পারে।  তাদের সংগঠিত হতে দেয়া যাবে না।’

চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় কর্মরত ভারপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন পুলিশ সুপার (এসপি) নূর ই আলম মিনা।

বুধবার (০৪ জানুয়ারি) মাসিক অপরাধ সভায় এসপি এসব কথা বলেন।

  চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ রেজাউল মাসুদ বাংলানিউজকে এসব বক্তব্যের বিষয় জানিয়েছেন।

গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য উপস্থাপন করে এসপি বলেন, পলাতক ৩২১ জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে।

  তাদের টার্গেট পুলিশ স্টেশন এবং বিমানবন্দর।   সকল পুলিশ স্টেশনে সতর্কাবস্থায় থাকতে হবে।  

নারী জঙ্গিদের উত্থানের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার জন্য পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করেন পুলিশ সুপার।

সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ রেজাউল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভূঁইয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মশিউদ্দৌলা রেজাসহ সার্কেল এসপি ও ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

এর আগে সকাল ১০টায় মাসিক কল্যাণ সভায়ও বক্তব্য রাখেন পুলিশ সুপার।  এরপর ৬৫ জন পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তা ও সদস্যকে র‌্যাংক-ব্যাজ পরিয়ে দেন তিনি।  

মাসিক অপরাধ সভার পর আঞ্চলিক বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন পুলিশ সুপার।   তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে ইজতেমাকে নিরাপদ ও সুশৃঙ্খল করায় পুলিশ সদস্যদের ধন্যবাদ দেন।

গত ২৮ অক্টোবর থেকে হাটহাজারী উপজেলার চারিয়ায় চারদিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়:  ১৯২৩ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।