চট্টগ্রাম প্রতিদিন
ল্যাপটপ ও আইফোন চোর আটক
স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কক্সবাজার: পেকুয়ায় ২টি ল্যাপটপ ও ১টি আইফোনসহ চোর সিন্ডিকেটের সদস্য শাহ আলমকে (২৮) আটক করেছে থানা পুলিশ। বুধবার (৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার সোনালী বাজার থেকে এসব উদ্ধার করা হয়।
আটক শাহ আলম উজানটিয়া ইউনিয়নের পেকুয়ার চর এলাকার আলী হোসাইনের ছেলে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বাংলানিউজকে জানান, সপ্তাহখানেক আগে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার কলেজ গেট এলাকার সেলিম চৌধুরীর বাসা থেকে এসব জিনিস চুরি হয়।
এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট থানার সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে এসব চোরাই মালামালের খোঁজ পেয়ে পেকুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মালামালসহ চোরকে আটক করে।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জানুযারি ০৪, ২০১৭
টিটি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।