ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পেকুয়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
পেকুয়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৪

কক্সবাজার‍: পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের আন্নার আলী মাতবর পাড়া এলাকায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারী সহ চারজন আহত হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার জসিম ও রুবেল পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
 
আহতরা হলেন, একই এলাকার মোঃ মোক্তারের স্ত্রী রুমি আক্তার (২২), মৃত রমজান আলীর পুত্র রুবেল(৩২), মৃত গুনু মিয়াঁর পুত্র জসিম উদ্দিন (৬০), তার পুত্র আলমগির (২৮)।
স্থানীয় এলাকাবাসীরা  আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে রুমি আক্তার অবস্থা গুরুত্বর বলে জানা গেছে।
তাকে উন্নত চিকিৎসার জন্য চমেকে প্রেরণ করা হয়েছে।
 
পেকুয়া থানার অফিসার ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘন্টা, জানুয়ারি ০৭, ২০১৬
টিটি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।