বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা, দায়িত্ব নিল প্রেসক্লাবের নতুন কমিটি
স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। (ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম)
চট্টগ্রাম: স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব নিয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাবের নবনির্বাচিত নেতারা। এসময় প্রেসক্লাবের বিদায়ী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
শনিবার (০৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সদস্যরা আনুষ্ঠানিকভাবে বিদায়ী কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন। এসময় সভায় বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী নবনির্বাচিত সাধারণ সম্পাদক শুকলাল দাশের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী জানিয়েছেন, দায়িত্ব হস্তান্তর উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের পুনরায় নির্বাচিত সভাপতি কলিম সরওয়ার।
(ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম)" src="http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/bg-120170107181800.jpg" style="height:400px; width:725px" />
সভায় বক্তব্য রাখেন নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, সহ-সভাপতি মনজুর কাদের মনজু, বিদায়ী সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, নির্বাচিত যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, বিদায়ী ক্রীড়া সম্পাদক গোলাম মওলা মুরাদ, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, বিদায়ী গ্রন্থাগার সম্পাদক শওকত ওসমান, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক রোকসারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী, বিদায়ী প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর সবুজ, নির্বাচিত কার্যকরী সদস্য ম.শামসুল ইসলাম, মোয়াজ্জেমুল হক, হেলাল উদ্দিন চৌধুরী ও শহীদ উল আলম এবং বিদায়ী সদস্য ফারুক ইকবাল।
সভায় বিদায়ী ও নতুন নেতারা ভবিষ্যতে প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনায় একে অপরকে সহযোগিতার আশ্বাস দেন।
দায়িত্ব নেয়ার আগে চট্টগ্রাম প্রেসক্লাবে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত কমিটির সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৭৪৮ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
আরডিজি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।