চট্টগ্রাম: শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা। নগরীর ওয়াসা এলাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে প্রাইভেট কারে করে জিইসি মোড়ের দিকে যাচ্ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসেন। তাদের গাড়িটি প্যানিনসুলার বিপরীত দিকের সড়ক এলাকায় পৌঁছাতেই পাশের নির্মাণাধীন ফ্লাইওভার থেকে নির্মাণসামগ্রী গাড়ির উপর পড়ে।
তবে ভাগ্য ভালো। শিক্ষক পরিবারের সদস্যরা ভালো আছেন।
কিন্তু গাড়িটির পেছনের অংশে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।
অধ্যাপক ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসেন ক্ষুব্ধ কণ্ঠে বাংলানিউজকে বলেন, ‘আমরা স্বাভাবিক নিয়মেই গাড়ি করে যাচ্ছিলাম।
কোনো সতর্কবার্তাও লেখা ছিল না। তাতেই আমাদের গাড়ির উপর পড়ল নির্মাণসামগ্রী। নিরাপত্তা ব্যবস্থা না রেখে কিভাবে তারা কিভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারতো। গাড়ির পেছনের সিটে আমার স্ত্রী ও মেয়েরা ছিল। তাদের পেছনের কাঁচের উপর নির্মাণসামগ্রী পড়েছে। এতে পুরো কাঁচটা ভেঙ্গে গেছে। গাড়ির অন্যান্য জিনিসও ক্ষতিগ্রস্থ হয়েছে। কিন্তু বিপদের মুখোমুখি হবার পরেও ফ্লাইওভার নির্মাণের সঙ্গে জড়িত কাউকে পাচ্ছি না। ’
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
টিএইচ/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।