ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ার ১৪৭ প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিষেক

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
পটিয়ার ১৪৭ প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিষেক পটিয়ায় উপজেলার ১৪৭টি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির অভিষেক অনুষ্ঠান (ছবি:সংগঠনের পাঠানো)

চট্টগ্রাম: পটিয়ায় উপজেলার ১৪৭টি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে। 

শনিবার (০৭ জানুয়ারি) পটিয়া পৌরসদরে একটি কমিউনিটি সেন্টারে অভিষেক উপলক্ষে মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরী।

সাংসদ বলেন, দেশের প্রাথমিক শিক্ষায় গত কয়েক বছরে বেশ উন্নয়ন হয়েছে।   এর শুরু হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে।

১৯৭৩ সালে ৩৬ হাজার ১৬৫টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে প্রাথমিক শিক্ষার অগ্রযাত্রার সূচনা করেছিলেন বঙ্গবন্ধু।

‘এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে প্রায় ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন।  শেখ হাসিনা সরকারের আমলে পটিয়ায় প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামাগোত উন্নয়ন, ডিজিটাল পদ্ধতিতে পাঠদানসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। ’ বলেন সাংসদ।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোজাফফর আহমদ টিপু, পটিয়ার পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার মোহাম্মদ পিয়ারু, মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জামান চৌধুরী, পটিয়া থানার ওসি নেয়ামত উল্লাহ, শিক্ষানুরাগী লোকমান হাকিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর আলম, সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, ইউপি চেয়ারম্যান আবুল কালাম ভোলা, এম এ হাসেম, এস এম ইনজামুল হক জসিম, গাজী ইদ্রিস, ইউনুছ মিয়া ও শাহীনুল ইসলাম শানু।

এছাড়া উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও সদস্য এবং প্রধান শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক প্রণব বড়ুয়া অর্ণব, বিমল কান্তি মিত্র, কাউন্সিলর গোফরান রানা, আনোয়ার হোসেন, শহীদুল ইসলাম, ইনজামুল হক জসিম, রবীনান্দপুরী মহারাজ, মোজাম্মেল হক, আশরাফ হোসেন, নাছির উদ্দিন, সেলিনা আকতার।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।