নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের অনুশীলন মাঠে তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মেলার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, সোমবার সকাল ১০ টায় মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। এর আগে সকাল নয়টায় সার্কিট হাউস থেকে একটি শোভাযাত্রা বের হয়ে মেলাস্থলে গিয়ে শেষ হবে।
এছাড়া উদ্বোধনী দিনে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহা. শফিকুল ইসলাম ও পুলিশ সুপার নূরে আলম মীনা।
প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন বিকেলে অনুষ্ঠিত হবে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
টিএইচ/টিসি