চট্টগ্রাম: ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্ট এ বৃত্তি প্রদান করে।
এ বছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- দ্বাদশ শ্রেণির মো. রাসেল, নিশাত তাবাসসুম এবং আশিকুল করিম চৌধুরী।
সম্প্রতি বৃত্তি প্রদান উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে মেধাবিদের হাতে সনদ ও অর্থ তুলে দেওয়া হয়।
এ সময় কলেজের অধ্যক্ষ বিগ্রে. জেনা. (অব.) মোসলেহ উদ্দিন ভূঁইয়া, উপাধ্যক্ষ আহমেদ শাহীন আল রাজী, সহকারী অধ্যাপক মাঈন উদ্দিন আহমদ, স্বাগতা শর্মা এবং ট্রাস্টের পক্ষে মিরাজুর রহমান উপস্থিত ছিলেন।
কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক লায়ন্স জেলা গভর্নর রূপম কিশোর বড়ুয়ার একমাত্র সন্তান অনিরুদ্ধ বড়ুয়ার স্মৃতি রক্ষার্থে প্রতিষ্ঠিত ট্রাস্ট প্রতিবছর মেধাবি শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে আসছে।
বাংলাদেশ সময়: ১২৩৮ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এমইউ/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।