ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘গানম্যান ব্যবহার হচ্ছে বাজারের কাজে, ছাতা ধরার কাজে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
‘গানম্যান ব্যবহার হচ্ছে বাজারের কাজে, ছাতা ধরার কাজে’ জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক

চট্টগ্রাম: জেলা পুলিশ সুপার নুরে আলম মীনা বলেছেন, ‘এমনিতেই পুলিশের জনবল সংকট রয়েছে। তার উপর বিভিন্ন প্রটৌকলের দায়িত্ব পালন করতে গিয়ে অনেকে ফোর্স চলে যাচ্ছে। প্রটৌকলের জন্য আমাদের আলাদা সেক্টর হিসেবে গানম্যান রয়েছে। তারা দায়িত্ব পালন করছেনও। কিন্তু গানম্যানদের ব্যবহার করা হচ্ছে বাজার করার কাজে, ছাতা ধরার কাজে কিংবা বাচ্চা স্কুলে পাঠানোর কাজে।’

রোববার (৮ জানুয়ারি) জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে এক বক্তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই কথা বলেন পুলিশ সুপার। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

ভিআইপিদের প্রটৌকল দিতে ব্যতিবস্ত থাকার উদাহরণ দিতে গিয়ে পুলিশ সুপার এ সময় আরও বলেন, ‘নভেম্বর-ডিসেম্বর মাসে কতজন ভিআইপি রাঙামাটি-বান্দরবানে বেড়াতে গেছেন আপনারা খবর নেন। ’

জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মাসুকুর রহমান সিকদার, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র, বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সহ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম জেলা কমাণ্ডার সাহাব উদ্দিন ও নগর কমাণ্ডার মোজাফফর আহমেদ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার তার বক্তব্যে আরও বলেন, ‘গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন নিহত হওয়ার জের ধরে এমপি পর্যায়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হয়তো আবার কোনো উপজেলা চেয়ারম্যান মারা গেলে সে পর্যায়েও নিরাপত্তা জোরদার করা হবে। কিন্তু আমাদের গাড়ি সংকট, লোকবল সংকট। ’

সভায় বাজারের হাচিলের তালিকা সংশোধনের দাবি জানান একজন উপজেলা চেয়ারম্যান। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, গভীর রাত পর্যন্ত মাইক বাজিয়ে বিভিন্ন অনুষ্ঠান করা নিয়ন্ত্রণ করা সহ বিভিন্ন বিষয়ে আরও জোরদার হওয়ার ‌আহ্বান জানান বক্তারা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আরও জোরদার হতে হবে। পাশাপাশি রাত পর্যন্ত যারা হর্ন বাজায় তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আগুনের বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।