এম এ আজিজের সন্তান শামসুদ্দিন খালেদ সেলিম সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এক দফা আন্দোলনের প্রবক্তা এম এ আজিজের স্মরনে বুধবার রাত ৮ টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আলোচনা অনুষ্ঠান হবে। কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদলের উপস্থাপনায় সাক্ষাৎকারভিত্তিক এই আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও তনয় শামসুদ্দিন খালেদ সেলিম।
এছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে সকাল ৯ টায় নগরীর হালিশহরের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ, কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সকাল থেকে পুষ্পার্ঘ্য নিবেদন এবং আলোচনা সভাকর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এম এ আজিজ সংগ্রাম করেছেন প্রথমে বৃটিশ উপনিবেশ এবং পরবর্তীতে পাকিস্তানী উপনিবেশের বিরুদ্ধে। বঙ্গবন্ধুর ৬ দফার প্রথম সমর্থক এম এ আজিজ ১৯৭০ সালে বলেছিলেন ‘৬ দফা না মানলে এক দফার সংগ্রাম শুরু হবে’। এই বক্তব্যের জন্য তিনি জেলও খেটেছিলেন।
বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি এম এ আজিজেরর অবিচল আস্থা ছিল। কিন্তু সময়ের প্রয়োজনে নিজের উপলব্ধিজাত বক্তব্য প্রদানে তিনি কখনও ক্ষান্ত হতেন না।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
আরডিজি/আইএসএ/টিসি