ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কোতোয়ালীতে পোশাক কারখানায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
কোতোয়ালীতে পোশাক কারখানায় আগুন

চট্টগ্রাম: কোতোয়ালী থানাধীন আমিন মার্কেটের পঞ্চম তলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ‘বড়মিয়া ফ্যাশন’ নামের একটি তৈরি পোশাক কারখানার ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিষু দাশ বাংলানিউজকে বলেন, অগ্নিকাণ্ডের খবরে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিনের নেতৃত্বে নন্দনকানন ও লামারবাজার ফায়ার সার্ভিসের ৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

আগুনে ‘বড়মিয়া ফ্যাশন’ কারখানার তৈরি পোশাক ও মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ কারখানা থেকে শার্ট তৈরি করে বিভিন্ন জায়গায় সরবরাহ করা হতো বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭

এসবি/আইএসএ/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।