ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষকদের মতবিনিময় বুধবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষকদের মতবিনিময় বুধবার

চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের সঙ্গে মতবিনিয়ময় করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় নগরীর নাছিরাবাদ সরকারি মহিলা কলেজ মাঠে ‘শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া রাজনৈতিক কাউকে অতিথি করা হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ শাহেদা ইসলাম।

তবে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. আফসারুল আমীনকে বিশেষ অতিথি করা হয়েছে।

এছাড়া অনুষ্ঠানে শিক্ষা সচিব সোহরাব হোসাইন, ভারপ্রাপ্ত সচিব (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) মো.আলমগীর, দুইজন অতিরিক্ত সচিব, ঢাকা বোর্ডের চেয়ারম্যান মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

এছাড়া বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি স্কুল কলেজ, কারিগরি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা প্রধান ও অধ্যক্ষসহ ২০ হাজার শিক্ষক উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান বোর্ড চেয়ারম্যান।

এদিকে একইদিনে বোর্ড চেয়ারম্যান ও সচিব দুই ধরনের তথ্য দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করায় বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত ৫ জানুয়ারি বোর্ডের চেয়ারম্যান শাহেদা ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রীর নাম উল্লেখ রয়েছে। অন্যদিকে একইদিনে বোর্ডের সচিব অধ্যাপক মো.আবদুল মুবিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শিক্ষামন্ত্রীকে প্রধান অতিথি ও শিক্ষা মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা.আফসারুল আমীনকে বিশেষ অতিথি করা হয়েছে।

একইদিনে দুই ধরনের বিজ্ঞপ্তি জারির বিষয়ে জানতে চাইলে বোর্ডের চেয়ারমান বাংলানিউজকে বলেন, তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে গেছে। বিষয়টি খেয়াল করিনি। পরে আমরা সংশোধন করেছি।  

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।