ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে স্ত্রীকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
চন্দনাইশে স্ত্রীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম: কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে চন্দনাইশ উপজেলার বৈলতলীর জাফরাবাদে এ ঘটনা ঘটে।

নিহত শাহিন আকতার (৩৫) একই গ্রামের আবু তৈয়বের স্ত্রী।

চন্দনাইশ থানার এসআই বাবুল মিয়া বাংলানিউজকে বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে আবু তৈয়ব তার স্ত্রী শাহিন আকতারকে দা দিয়ে কুপিয়ে জখম করে।

পরে গুরুতর আহত অবস্থায় শাহিন আকতারকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবু তৈয়বও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭

এসবি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।