ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রকৃত মানবসেবা যারা করে, তারা প্রতিদান চায় না

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
প্রকৃত মানবসেবা যারা করে, তারা প্রতিদান চায় না প্রকৃত মানবসেবা যারা করে, তারা প্রতিদান চায় না

চট্টগ্রাম: বিশিষ্ট সমাজসেবক রাজনীতিক ফরিদ মাহমুদ বলেছেন, প্রকৃত রাজনীতিবিদরা আগে সমাজসেবা পরে ক্ষমতার কাছাকাছি যান। তাই যারা প্রকৃত মানবসেবা করে, তারা কখনো তাদের কাজের প্রতিদান চায় না। প্রকৃত সৎ, ত্যাগী, পরীক্ষিত, চরিত্রবান রাজনীতিকদের ত্যাগ, পরিশ্রমের ফলশ্রুতিতে আমাদের দেশ ধীরে ধীরে সমৃদ্ধির দিকে যাচ্ছে। এই কর্মযজ্ঞের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার তোফায়েল আহমেদ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে জামালখান ওয়ার্ডে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদ মাহমুদ বলেন, যুবকরা একটা ভ্রান্তিকাল অতিক্রম করছে।

অনেক যুবকই আজ ভালো-মন্দ, আসল নকলের প্রভেদ বুঝতে পারে না। তারা বেশিরভাগ ক্ষেত্রে অশুভ মহলকে শুভ মনে করে।
যুবকদেরকে সামাজিক অবক্ষয়, মৌলবাদ-জঙ্গিবাদ প্রতিরোধে ভূমিকা রাখতে হবে।

দক্ষিণ আসকার দিঘির পাড়স্থ হেমসেন লেইন তোফায়েল আহমেদ মাস্টার ফাউন্ডেশনের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুমের পুত্র ওয়ার্ড যুবলীগ যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান। ওয়ার্ড যুবলীগ যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল হোসেনের পরিচালনায় অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাবেক সদস্য মোহাম্মদ সোলাইমান। শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ারা বেগম। স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্রনেতা আবদুল মান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য এসএম সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ। সভায় বক্তব্য রখেন মহানগর যুবলীগ নেতা এস.কে বশির আহমেদ, কাজী মাহমুদ, মো. মাসুদ আহমেদ, মো. বাবুল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ মাস্টার ফাউন্ডেশনের পরিচালক আবদুল গোফরান, আবদুল মতিন, খদিজা বেগম, আবদুল বারী ফিরোজ, রেহেনা আক্তার, নিজাম উদ্দিন, মাহমুদুল হাসান, ওয়ার্ড যুবলীগ নেতা মো. রুবেল, নাজমুল হোসেন, মোক্তার আহমেদ, মো. রাসেল প্রমুখ। সভাশেষে শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।