মঙ্গলবার তোফায়েল আহমেদ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে জামালখান ওয়ার্ডে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদ মাহমুদ বলেন, যুবকরা একটা ভ্রান্তিকাল অতিক্রম করছে।
দক্ষিণ আসকার দিঘির পাড়স্থ হেমসেন লেইন তোফায়েল আহমেদ মাস্টার ফাউন্ডেশনের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুমের পুত্র ওয়ার্ড যুবলীগ যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান। ওয়ার্ড যুবলীগ যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল হোসেনের পরিচালনায় অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাবেক সদস্য মোহাম্মদ সোলাইমান। শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ারা বেগম। স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্রনেতা আবদুল মান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য এসএম সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ। সভায় বক্তব্য রখেন মহানগর যুবলীগ নেতা এস.কে বশির আহমেদ, কাজী মাহমুদ, মো. মাসুদ আহমেদ, মো. বাবুল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ মাস্টার ফাউন্ডেশনের পরিচালক আবদুল গোফরান, আবদুল মতিন, খদিজা বেগম, আবদুল বারী ফিরোজ, রেহেনা আক্তার, নিজাম উদ্দিন, মাহমুদুল হাসান, ওয়ার্ড যুবলীগ নেতা মো. রুবেল, নাজমুল হোসেন, মোক্তার আহমেদ, মো. রাসেল প্রমুখ। সভাশেষে শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন অতিথিরা।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
আইএসএ/টিসি