ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অস্ত্রসহ গ্রেফতার একজনের ১৭ বছরের কারাদন্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
অস্ত্রসহ গ্রেফতার একজনের ১৭ বছরের কারাদন্ড

চট্টগ্রাম: অস্ত্র রাখার অপরাধে মো.শাহীন নামে একজনকে পৃথকভাবে ১৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।মঙ্গলবার (১০ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর রহুল আমিন এ রায় দিয়েছেন।

শাহীনকে ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছর এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।   দুটি সাজার মেয়াদ একসঙ্গে কার্যকর হবে বলে আদালত আদেশে উল্লেখ করেছেন।

 

বিভাগীয় বিশেষ জজ আদালতের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, ২০০৩ সালের ১৮ আগস্ট রাতে নগরীর কোতয়ালি থানার খাতুনগঞ্জ ফাঁড়িতে দায়িত্বরত ছিলেন এস আই রেজাউল করিম।   ফাঁড়ির সামনে দিয়ে রিক্সায় করে শাহীন যাবার সময় সন্দেহবশত তাকে নামিয়ে তল্লাশি করেন তিনি।

এসময় তার কাছে একটি দেশীয় তৈরি এলজি ও একটি পাইপগান উদ্ধার করা হয়।   এ ঘটনায় এস আই রেজাউল করিম বাদি হয়ে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।   মামলা নম্বর ৩১ (০৮)২০০৩।

ওই মামলায় ২০০৩ সালের ১ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিলের পরের বছর ১৭ জানুয়ারি আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।   রাষ্ট্রপক্ষ আদালতে ৫ জন সাক্ষী উপস্থাপন করেন।

দন্ডিত শাহীন জামিনে গিয়ে পলাতক আছে।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭

আরডিজি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।