ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শীতের ভোরে নগর ঘুরে

চট্টগ্রামকে তুলে ধরতে বাংলানিউজের প্রয়াস

তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
চট্টগ্রামকে তুলে ধরতে বাংলানিউজের প্রয়াস চট্টগ্রামের পরিপূর্ণ চিত্র তুলে ধরতে বাংলানিউজের প্রয়াস। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: কুয়াশাচ্ছন্ন শীতের ভোরে চট্টগ্রাম নগরীর চালচিত্র সাধারণ মানুষের জীবন-জীবিকা পাঠকের সামনে তুলে ধরার একটি প্রয়াস ‘শীতের ভোরে নগর ঘুরে’।  এর মাধ্যমে শীতের সকালে আড়মোড়া ভেঙে জেগে ওঠা নগরীর পরিপূর্ণ একটি চিত্র তুলে ধরতে চেয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

এডিটর ইন চিফ আলমগীর হোসেনের দিক নির্দেশনায় মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোর থেকে সকাল পর্যন্ত নগরীর আনাচে কানাচে ঘুরে বেরিয়েছে বাংলানিউজের চট্টগ্রাম ব্যুরোর সদস্যরা।   তুলে এনেছে ভোরের কর্মব্যস্ত নগরীর চিত্র।

 পাশাপাশি ভোরের কর্ণফুলী, যানজটের চিত্র তো ছিলই।   এছাড়া সাধারণ মানুষর জীবন সংগ্রাম, দুঃখ গাঁথাও পাঠকের সামনে তুলে ধরেছে বাংলানিউজ।

নগরীর ফিশারিঘাট, কর্ণফুলী নদী, নদীর এপাড়-ওপাড়, চট্টগ্রাম বন্দর এলাকা ঘুরে বেরিয়েছে বাংলানিউজের সদস্যরা।   স্বল্পসময়ে করা ১১টি প্রতিবেদনের মাধ্যমে শীতের ভোরের নগরীর চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। চট্টগ্রামের পরিপূর্ণ চিত্র তুলে ধরতে বাংলানিউজের প্রয়াস

এর মধ্যে নগরীর ফিরিঙ্গিবাজারের ফিশারিঘাট ঘুরে বরফ টোকাই, বরফ কুড়িয়ে চলে জীবন‘শীতর সিজন, ফৈরর মাছর বেইল নাই’ দুটি প্রতিবেদনে এ জনপদের জীবন-জীবিকা তুলে ধরেছেন স্পেশাল করেসডপন্ডেন্ট রমেন দাশগুপ্ত।   চট্টগ্রাম বন্দর, সল্টগোলা ক্রসিং এলাকা, ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট ঘুরে বন্দরে একজনের গেইটপাসে ঢুকছে আরেকজন , সকাল সাতটার আগেই যানজটে নাকাল, নৌকার দোকানে চলে সংসার তিনটি প্রতিবেদনে এসব এলাকার চিত্র তুলে ধরেছেন সিনিয়র করেসপন্ডেন্ট মো. মহিউদ্দিন। কর্ণফুলীর এপাড়-ওপাড় ঘুরে কর্ণফুলীর পাড়ের ভোরে, শুটকি তৈরিতে হাত ঘুরে, ভোরে নগরী থেকে গ্যাস সংগ্রহ, দিনভর গ্রামে চলে অটোরিকশা দুটি প্রতিবেদনে এ জনপদের চালচিত্র তুলে ধরেছেন স্টাফ করেসপন্ডেন্ট তাসনীম হাসান। একইসঙ্গে ‘তোঁয়ারা হন হন যাইবা আঁর সাম্পানে’, কুমিল্লার রেনু পটিয়ায় পোনা প্রতিবেদন দুটিতে কর্ণফুলীর এপাড়-ওপাড়ের চিত্র তুলে ধরেছেন স্টাফ করেসপন্ডেন্ট সুবল বড়ুয়া।

এতসব নিউজের ছবি সরবরাহের পাশাপাশি বাংলানিউজের লেন্সে শীতের ভোরে কর্মব্যস্ত নগরী চিত্র তুলে ধরেছেন সিনিয়র ফটো করেসপন্ডেন্ট উজ্জ্বল ধর। বাংলানিউজের লেন্সে ফিশারিঘাটের ভোর প্রতিবেদনে এ জনপদের জীবন-জীবিকা তুলে ধরেছেন সিনিয়র ফটো করেসপন্ডেন্ট সোহেল সরওয়ার। চট্টগ্রামের পরিপূর্ণ চিত্র তুলে ধরতে বাংলানিউজের প্রয়াস

অন্যদিকে সকাল থেকে নিউজরুমে নিরলস কাজ করে গেছে নিউজরুম এডিটর ইসমেত আরা।

টিমের সদস্যদের আন্তরিক কর্মযজ্ঞের বাহবা দিতে ভুলেননি এডিটর ইন চিফ আলমগীর হোসেন। কাজ আরও গতিশীল করতে এবং একাগ্রতা বাড়াতে চট্টগ্রাম ব্যুরোর সদস্যদের জন্য তাৎক্ষণিক পুরস্কারও ঘোষণা করেন তিনি।   এই আন্তরিকতা, কর্মোদ্যোম ও পাঠকের ভালোবাসাকে সঙ্গী করে আরও সামনে এগিয়ে যাবে বাংলানিউজ।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।