চট্টগ্রাম: চার হাজার পিস ইয়াবাসহ চার ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চল। মঙ্গলবার দুপুরে কোতোয়ালী থানা এলাকার ফলমণ্ডি থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া চার ব্যক্তি হলেন, টেকনাফ উপজেলার ডেইলপাড়ার মৃত গুরা মিয়ার পুত্র ফরিদ আলম (৪০), একই এলাকার মৃত মোহাম্মদ ইসমাইলের পুত্র হায়দার আলী (২৮), একই উপজেলার শাহ পরীর দ্বীপের আব্দুল মতলবের পুত্র শফিক (২২) ও পেকুয়ার টইটং এলাকার মোস্তাকের পুত্র আরফাতুল ইসলাম (২২)।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের গোয়েন্দা শাখার সহকারী পরিচালক জিল্লুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফলমণ্ডিতে অভিযান চালিয়ে তাদের আটক করি।
পরে তাদের শরির তল্লাশি চালালে চার হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করবো আমরা।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
টিএইচ/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।