চট্টগ্রাম প্রতিদিন
অভয়তিষ্য কল্যাণ ট্রাস্টের বৃত্তি ও শীতবস্ত্র প্রদান
স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রাম: বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ চৈত্য বিহারে সংঘরাজ অভয়তিষ্য কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মঙ্গলবার (১০ জানুয়ারি) মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দশ দিনব্যাপী বিদর্শন ভাবনা কোর্সের সমাপনী অনুষ্ঠানে শীলঘাটা পরিনির্বাণ বিহারের অধ্যক্ষ রত্নপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে সভায় আশীর্বাদক ছিলেন দেবপাহাড় পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অনাথপিতা সত্যপ্রিয় মহাস্থবির।
সভায় প্রধান ধর্মদেশক ছিলেন ধুতাঙ্গসাধক প্রজ্ঞেন্দ্রিয় স্থবির। ধর্মদেশনা প্রদান করেন জলদী ধর্মরত্ন বিহারের অধ্যক্ষ ধর্মপাল মহাস্থবির, শীলকূপ জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ রাহুলপ্রিয় মহাস্থবির, শীলকূপ চৈত্য বিহারের অধ্যক্ষ কর্মবীর দেবমিত্র মহাস্থবির, আর্যপ্রিয় মহাস্থবির, সমিরন বড়ুয়া, ডা. টুম্পা বড়ুয়া, অভি বড়ুয়া টিপু, শিক্ষক সুব্রত বিকাশ বড়ুয়া, শিক্ষক বোধিপাল বড়ুয়া, সুমিত্রসেন বড়ুয়া প্রমুখ।
বৌদ্ধদের সপ্তম সংঘরাজ অভয়তিষ্য মহাস্থবিরের জন্মোৎসব উপলক্ষে বাঁশখালী কেন্দ্রীয় শীলকুপ চৈত্য বিহার চত্বরে ৩১ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত দশদিনব্যাপী বিদর্শন ভাবনা কোর্স, গণপ্রব্রজ্যা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।