ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

স্কুল কমিটির বিরোধে শিক্ষককে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
স্কুল কমিটির বিরোধে শিক্ষককে কুপিয়ে জখম

চট্টগ্রাম: স্কুল কমিটির বিরোধের জের ধরে নগরীর ৩৮ নম্বর রামপুরা ওয়ার্ডের (উত্তর-মধ্যম হালিশহর) মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাজী মো. আলী মঈনু (৪৮) কে কুপিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ জানুয়ারি)  বিকেলে স্কুলেই এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল হামিদ বাংলানিউজকে বলেন, স্কুল কমিটির বিরোধের জের ধরে মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ের স্কুলে ঢুকে দুর্বৃত্তরা হাজী মো. আলী নামের এক শিক্ষককে কুপিয়ে গুরুতর আহত করেছে। বর্তমানে তিনি চমেক হাসপাতালের ক্যাজুয়েলিটি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘন্টা, জানুয়ারি ১০, ২০১৭
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।