ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শীতার্ত পথ শিশুদের পাশে ‘তারুণ্যের প্রতীক’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
শীতার্ত পথ শিশুদের পাশে ‘তারুণ্যের প্রতীক’

চট্টগ্রাম: চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের প্রতীক’র উদ্যোগে শতাধিক শীতার্ত পথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর কল্পলোক আবাসিক এলাকায় এক আলোচনা সভা শেষে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ উপলক্ষে সংগঠনের সভাপতি জি এম তাওসীফের সভাপতিত্বে আয়োজিত আলোচনায় সভার উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র শহীদুল আলম।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও চ্যানেল আই’র ব্যুরো চীফ চৌধুরী ফরিদ, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংস্কতিক সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার।

বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুছা, সমাজসেবক এস এম হাশেম, সাংবাদিক মফিজুল ইসলাম চৌধুরী, বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গোলাম কাদের হেলাল।

আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ খান শাকিব, সিনিয়র সহ সভাপতি ফারজানা তাসরিন সুফী, মোহাম্মদ ওয়াহিদ, ফজলে এলাহী প্রমূখ।

সভায় বক্তারা বলেন, শীতার্ত পথ শিশুদের পাশে এগিয়ে আসা উচিত ছিল বিত্তবানদের। কিন্তু তাদের জায়গায় এক ঝাঁক তরুণ সম্পূর্ণ নিজেদের উদ্যোগে এসব শীতার্ত পথ শিশুদের সাহায্যা করে অনেকে মহত্তের পরিচয় দিয়েছে। তাদের অনুসরণ করে বিত্তবান ও স্বচ্ছলদের উচিত এসব সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাড়ানো।

এছাড়াও বক্তারা, অর্ধহারে, অনাহারে দিন কাটিয়ে রাতে শীতের কষ্ট নিয়ে জীবনধারণ করা এসব শিশুদের পাশে দাড়াতে সরকারিভাবে উদ্যোগ নেয়ার আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭

টিএইচ/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।