শীতবস্ত্র বিতরণ উপলক্ষে সংগঠনের সভাপতি জি এম তাওসীফের সভাপতিত্বে আয়োজিত আলোচনায় সভার উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র শহীদুল আলম।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও চ্যানেল আই’র ব্যুরো চীফ চৌধুরী ফরিদ, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংস্কতিক সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার।
বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুছা, সমাজসেবক এস এম হাশেম, সাংবাদিক মফিজুল ইসলাম চৌধুরী, বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গোলাম কাদের হেলাল।
আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ খান শাকিব, সিনিয়র সহ সভাপতি ফারজানা তাসরিন সুফী, মোহাম্মদ ওয়াহিদ, ফজলে এলাহী প্রমূখ।
সভায় বক্তারা বলেন, শীতার্ত পথ শিশুদের পাশে এগিয়ে আসা উচিত ছিল বিত্তবানদের। কিন্তু তাদের জায়গায় এক ঝাঁক তরুণ সম্পূর্ণ নিজেদের উদ্যোগে এসব শীতার্ত পথ শিশুদের সাহায্যা করে অনেকে মহত্তের পরিচয় দিয়েছে। তাদের অনুসরণ করে বিত্তবান ও স্বচ্ছলদের উচিত এসব সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাড়ানো।
এছাড়াও বক্তারা, অর্ধহারে, অনাহারে দিন কাটিয়ে রাতে শীতের কষ্ট নিয়ে জীবনধারণ করা এসব শিশুদের পাশে দাড়াতে সরকারিভাবে উদ্যোগ নেয়ার আহবান জানান।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
টিএইচ/টিসি