চট্টগ্রাম: নগরীর কোতোয়ালি থানাধীন চামড়ার গুদাম এলাকায় টেম্পু উল্টে সুলতান মুন্সী (৬৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন শাহানা আকতার-শাহ আলম দম্পতি। শুক্রবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসাইন বাংলানিউজকে জানান, কোতোয়ালি মোড়-নতুন ব্রিজ রুটের একটি টেম্পু চামড়ার গুদাম এলাকায় উল্টে গেলে তিনজন আহত হন। এর মধ্যে চাঁদপুর সদরের ইসুলি মুন্সী বাড়ির জাবেদ আলী মুন্সীর ছেলে সুলতান মুন্সী গুরুতর আহত হন।
তাকে চমেকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নায়েক আমির জানান, একই দুর্ঘটনায় শাহানা-আলম দম্পতিও আহত হয়েছেন।
শাহানা মাথায় আঘাত পেয়েছেন। তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শাহ আলমের হাত ভেঙে গেছে। তিনি ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
এআর/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।