ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মইজ্জারটেকে ৬০০ ইয়াবাসহ গ্রেফতার ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
মইজ্জারটেকে ৬০০ ইয়াবাসহ গ্রেফতার ১

চট্টগ্রাম: কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক পুলিশ চেকপোস্ট এলাকায় ৬০০ পিস ইয়াবাসহ মো. ইয়াসিনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

কর্ণফুলী থানার ডিউটি অফিসার এএসআই সুমন বিকাশ চাকমা বাংলানিউজকে জানান, মইজ্জারটেকে মিরসরাইয়ের মায়ানী সৈয়দ আলী পাড়া এলাকার মো. ইয়াসিনের সন্দেহজনক গতিবিধির জন্য চ্যালেঞ্জ করা হয়।

তিনি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ধরে ফেলা হয়। এরপর তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা পাওয়া যায়।

ইয়াসিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান এএসআই সুমন।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।