ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দুরন্ত দুর্বার’র অনন্য উদ্যোগ 

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
দুরন্ত দুর্বার’র অনন্য উদ্যোগ  দুরন্ত দুর্বার’র অনন্য উদ্যোগ 

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের সামাজিক সংগঠন ‘দুরন্ত দুর্বার’র ৩১বছর পূর্তি ও বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে খতনা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) আজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি মুছা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক লায়ন হাকিম আলী।

প্রধান অতিথি বলেন, কর্ণফুলী উপজেলার অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে ‘দুরন্ত দুর্বার’র সংগঠনের কর্মকর্তারা অগ্রণী ভূমিকা পালন করছে।

প্রতিকূল পরিস্থিতিতেও সংগঠনটি কাজের মাধ্যমে কর্ণফুলীর সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। বিগত দিনে সংগঠনটির সদস্যরা যেভাবে অসহায় ও গরিবদের সহযোগিতায় এগিয়ে এসেছে তা প্রশংসার দাবিদার।
আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

সংগঠনের প্রধান উপদেষ্টা মাস্টার হাফেজ আহমদের উদ্বোধনে এতে প্রধান বক্তা ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক এমএম এরশাদ।

বিশেষ অতিথি ছিলেন শামসুল আলম, নুর মোহাম্মদ,  এম মঈন উদ্দীন, কামাল আহমদ রাজা, মনির আহমদ, দিল আহমদ শাহীন, হাফেজ আহমদ, সেকান্দর হোসেন, ছাবের উল্লাহ, মহিউদ্দীন মনজু, জলিল আহমদ।

বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আবদুল মালেক রানা, সাধারণ সম্পাদক এম রমজান আলী রমু, আবদুছ ছাত্তার, সিরাজুল ইসলাম, লিটন আহমদ, মুহাইমিনুল হক সোহেল, সাজ্জাদ সাজিদ,  হাফেজ মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।

ক্যাম্পে কর্ণফুলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র পরিবারের ৬০ জন শিশুকে বিনামূল্যে খতনা করানো হয়। এর আগে সংগঠনের ৩১ বছরপূর্তি উপলক্ষে কেক কাটা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।