ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পায়ের ওপর পা দিয়ে শুয়ে ছিলেন, তবে নিথর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
পায়ের ওপর পা দিয়ে শুয়ে ছিলেন, তবে নিথর প্রতীকী ছবি

চট্টগ্রাম: পটিয়া উপজেলার করল এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তার নাম জাহাঙ্গির (৫৫)।

ওই এলাকার জালাল আহমেদ নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন তিনি।

দিনমজুরের কাছ করা জাহাঙ্গিরের সঙ্গে পরিবারের কেউ থাকতো না। তবে তার মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু ভাবছে পুলিশ।

পটিয়া থানার উপ পরিদর্শক মো. মামুন বাংলানিউজকে বলেন, শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায়ও সুস্থ ছিলেন জাহাঙ্গির। সবার সঙ্গে কথা বলেছেন, নাস্তা করেছেন। সকালে ঘুম থেকে না ওঠলে বাসার মালিক জালাল আহমেদ তাকে ডাকতে যান। এসময় বাসার খাটে পায়ের ওপর পা তুলে শোয়া অবস্থায় ছিলেন জাহাঙ্গির। কিন্তু অনেকক্ষণ ডাকার পরেও সাড়াশব্দ না পেয়ে ভেতরে ঢুকে দেখেন নিথর অবস্থায় পড়ে আছেন তিনি। এসময় মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল জাহাঙ্গিরের।

মো. মামুন আরও বলেন, ‘অনেক বছর ধরে এই এলাকায় একা বাস করে আসছেন জাহাঙ্গির। দু বছর ধরে জালল আহমেদের বাসায় ভাড়া থাকছেন। আমরা ঘটনাস্থল পর্যবেক্ষণ করে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি এটা স্বাভাবিক মৃত্যু। রাতের কোনো একসময় তার মৃত্যু হয়েছে। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়, ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।