ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এফবিসিসিআই’র মেরিটাইম পোর্ট স্ট্যান্ডিং কমিটি গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এফবিসিসিআই’র মেরিটাইম পোর্ট স্ট্যান্ডিং কমিটি গঠন ড. মো. পারভেজ সাজ্জাদ আকতার

চট্টগ্রাম: নৌ পরিবহন মন্ত্রণালয় (মেরিটাইম পোর্ট) সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি গঠন করেছে দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

সম্প্রতি রফিজ গ্রুপের চেয়ারম্যান, এফবিসিসিআই’র সাবেক পরিচালক, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ড. মো. পারভেজ সাজ্জাদ আকতারকে চেয়ারম্যান করে আগামী দু’বছর (২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯) মেয়াদের জন্য এই কমিটি গঠন করা হয়।  

চিটাগং চেম্বার সভাপতি, এফবিসিসিআই পরিচালক ও সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম কমিটির ডাইরেক্টর-ইন-চার্জ।

এফবিসিসিআই সাধারণ পরিষদের ২৩২ জন সদস্য নিয়ে গঠিত কমিটি দেশের নৌ বাণিজ্য গতিশীল করতে কাজ করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

কমিটির আওতায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর কর্তৃপক্ষ, নৌ পরিবহন অধিদপ্তর, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মেরিন একাডেমি, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট সংক্রান্ত সাব-কমিটি গঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।