ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অর্ধেক খুলি নিয়ে জন্মানো সেই শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
অর্ধেক খুলি নিয়ে জন্মানো সেই শিশুর মৃত্যু

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাথার খুলির উপরের অংশ ছাড়া জন্ম নেওয়া সেই শিশুটি মারা গেছে। রোববার (২৪ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে মৃত্যু হয়।  

রোববার যোহরের নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন শিশুটির পিতা আবদুর রহমান। তিনি বাংলানিউজকে বলেন, রোববার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে আমার সন্তানের মৃত্যু হয়েছে।

  

বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের নাপোড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের স্ত্রী জান্নাতুল নাঈম (২৩) শনিবার সকাল ৮ টা ৪০ মিনিটে মেয়ে সন্তানটির জন্ম দেন।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.তৌহিদুল আনোয়ার শনিবার বাংলানিউজকে জানিয়েছিলেন, সদ্যজাত শিশুটির ব্রেইনসহ মাথারখুলির উপরের অংশ নেই।

 গর্ভে থাকা অবস্থায় মায়ের শরীরে ভাইরাস সংক্রমণের শিশুটি এই ত্রুটি নিয়ে জন্ম নিয়েছে মায়ের শরীরে ‍ভাইরাসের সংক্রমণের প্রকাশটা বাচ্চার মাধ্যমে হয়েছে।   সাধারণত এই ধরনের নবজাতক বাঁচে না।

মায়ের শরীরে কি ধরনের ভাইরাসের সংক্রমণ হয়েছিল সেটা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয় বলেও জানিয়েছেন এই চিকিৎসক।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স নাহিদা আক্তার মজুমদার বাংলানিউজকে জানান, নরমাল ডেলিভারিতে জন্ম নেওয়া শিশুটির ওজন ৩ কেজি ২০০ গ্রাম।   শরীরের চেয়ে মাথা অস্বাভাবিক ছোট।  

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।