গত ২১ ডিসেম্বর সংবাদ প্রকাশের তিনদিন পর ২৩ ডিসেম্বর বাংলানিউজ কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখা দেন সেলিম চৌধুরী। এতে তিনি দাবি করেছেন, ব্যক্তিবিশেষ কিংবা মহলবিশেষ বিরোধের সুযোগে তাকে নিয়ে প্রশাসনকে ভুল বোঝাচ্ছে এবং অপপ্রচারে লিপ্ত হয়েছে।
সাংবাদিকদের নিজের শুভাকাঙ্খী উল্লেখ করে তিনি এই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সমাজসেবা অধিদপ্তরের একটি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সংবাদটি প্রকাশিত হয়েছিল।
তবে সেলিম চৌধুরী দাবি করেছেন, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কোনো ধরনের তদন্ত প্রতিবেদনই জমা হয়নি বলে তারা খোঁজ নিয়ে জেনেছেন। কোন মুক্তিযোদ্ধার নম্বর জালিয়াতি করেননি বলেও দাবি তার।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
আরডিজি/টিসি