ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জহুরুল হক ভিক্টোরি ডে কাপ গলফ টুর্নামেন্ট

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
জহুরুল হক ভিক্টোরি ডে কাপ গলফ টুর্নামেন্ট  জহুরুল হক ভিক্টোরী ডে কাপ গল্ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

চট্টগ্রাম: পতেঙ্গা শাহীন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের ‘জহুরুল হক ভিক্টোরী ডে কাপ গলফ টুর্নামেন্ট ২০১৭’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রফেসর ডা. মো. ইমাম উদ্দিন।

টুর্নামেন্টে সাদিউল ইসলাম, এফসিএ ১৮ হোল খেলায় বিজয়ী এবং উইং কমান্ডার মো. মুকিতুল আলম মিয়া রানার আপ ট্রফি অর্জন করেন। স্কোয়াড্রন লিডার শাহ্রিয়াজ ইবনে কালাম ৯ হোল খেলায় বিজয়ী এবং লেফটেন্যান্ট কমান্ডার মো. হাবিবুর রহমান খান রানার আপ ট্রফি অর্জন করেন।

মিসেস নীলা আজিজ মহিলা গ্রুপে বিজয়ী এবং মিসেস কানিজ ফাতেমা রানার আপ ট্রফি অর্জন করেন। মাস্টার আজমাইন তারিক জুনিয়র গ্রুপে বিজয়ী এবং মাস্টার মাহারুস উদ্দিন রানার আপ ট্রফি অর্জন করেন।

অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২০ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।