টুর্নামেন্টে সাদিউল ইসলাম, এফসিএ ১৮ হোল খেলায় বিজয়ী এবং উইং কমান্ডার মো. মুকিতুল আলম মিয়া রানার আপ ট্রফি অর্জন করেন। স্কোয়াড্রন লিডার শাহ্রিয়াজ ইবনে কালাম ৯ হোল খেলায় বিজয়ী এবং লেফটেন্যান্ট কমান্ডার মো. হাবিবুর রহমান খান রানার আপ ট্রফি অর্জন করেন।
মিসেস নীলা আজিজ মহিলা গ্রুপে বিজয়ী এবং মিসেস কানিজ ফাতেমা রানার আপ ট্রফি অর্জন করেন। মাস্টার আজমাইন তারিক জুনিয়র গ্রুপে বিজয়ী এবং মাস্টার মাহারুস উদ্দিন রানার আপ ট্রফি অর্জন করেন।
অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫২০ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এমইউ/টিসি