ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মহিউদ্দিনের বাসায় প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
মহিউদ্দিনের বাসায় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবিএম মহিউদ্দিন চৌধুরীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। ছবি: সোহেল সরওয়ার/বাংলানিউজ

চট্টগ্রাম: সদ্য প্রয়াত বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে চশমাহিলের বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

রোববার (২৪ ডিসেম্বর) বিকেল ৪ টায় নগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় পৌঁছেন প্রধানমন্ত্রী।

চশমাহিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মহিউদ্দিন চৌধুরীর ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ দলের নেতারা উপস্থিত রয়েছেন।

আছেন মহিউদ্দিন চৌধুরীর পরিবারের অন্য সদস্যসহ ঘনিষ্ঠজনরা।   

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবিএম মহিউদ্দিন চৌধুরীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সড়কজুড়ে সাজ সাজ রব।

বঙ্গবন্ধু কন্যাকে একনজর দেখতে কৌতূহলী নেতা-কর্মীদের ভিড় সড়কের দু’পাশে। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে থেকে অপেক্ষা করছেন অনেকে।   

দুই নম্বর গেট থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিও বেশ। তল্লাশি ছাড়া কাউকেই চশমাহিল-মুখো হতে দিচ্ছেন না তারা।   

সকালে নৌবাহিনীর বার্ষিক রাষ্ট্রপতির কুচকাওয়াজে যোগ দিতে চট্টগ্রামে আসেন প্রধানমন্ত্রী।   নৌবাহিনীর কর্মসূচি শেষে মহিউদ্দিনের বাসার দিকে রওয়ানা দেন তিনি।  

প্রধানমন্ত্রীর অপেক্ষায় মহিউদ্দিনের চশমাহিল

২১ নারীর কমিশন প্রাপ্তি নারীর ক্ষমতায়নের বহিঃপ্রকাশ

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।