রোববার (২৪ ডিসেম্বর) বিকেল ৪ টায় নগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় পৌঁছেন প্রধানমন্ত্রী।
চশমাহিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মহিউদ্দিন চৌধুরীর ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ দলের নেতারা উপস্থিত রয়েছেন।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সড়কজুড়ে সাজ সাজ রব।
দুই নম্বর গেট থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিও বেশ। তল্লাশি ছাড়া কাউকেই চশমাহিল-মুখো হতে দিচ্ছেন না তারা।
সকালে নৌবাহিনীর বার্ষিক রাষ্ট্রপতির কুচকাওয়াজে যোগ দিতে চট্টগ্রামে আসেন প্রধানমন্ত্রী। নৌবাহিনীর কর্মসূচি শেষে মহিউদ্দিনের বাসার দিকে রওয়ানা দেন তিনি।
প্রধানমন্ত্রীর অপেক্ষায় মহিউদ্দিনের চশমাহিল
২১ নারীর কমিশন প্রাপ্তি নারীর ক্ষমতায়নের বহিঃপ্রকাশ
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
আরডিজি/টিসি