ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সেভেন রিংস্ সিমেন্টের আয়োজনে টেকনিক্যাল সেমিনার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
সেভেন রিংস্ সিমেন্টের আয়োজনে টেকনিক্যাল সেমিনার সেভেন রিংস্ সিমেন্টের আয়োজনে টেকনিক্যাল সেমিনার

চট্টগ্রাম: সেভেন রিংস্ সিমেন্টের আয়োজনে চট্টগ্রামের প্রকৌশলীদের উপস্থিতিতে টেকনিক্যাল সেমিনার সম্প্রতি নগরীর পিটস্টপ রেস্টুরেন্ট সেমিনার হলে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন সেভেন রিংস্ সিমেন্টের বিজনেস ডেভেলপমেন্ট হেড প্রকৌশলী তৌহিদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র ম্যানেজার, চট্টগ্রাম রিজিয়ন চিফ সৈয়দ জেড. এম. বাবর এবং সিডিএ-র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামীম।

এরিয়া সেলস ম্যানেজার মো. সেলিম উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে কোম্পানির পক্ষে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মারুফ, সিরাজুল মুনতাকিন এবং মোহাম্মদ হাসনাইন পলাশ।

প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত প্রকৌশলীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।  

সেমিনারে বক্তারা সর্বোচ্চ স্থায়ী নির্মাণের জন্য প্রকৌশলীদের ভূমিকা অগ্রগণ্য বলে মন্তব্য করেন।

সাথে সাথে অবশ্যই সেরা মানের নির্মাণ সামগ্রীর মধ্যে গুণগত মানের সিমেন্ট ব্যবহারের প্রতি নজর রাখার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।