এ জনপদের প্রথম পাঁচতারা হোটেল রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ। প্রতিবারের মতো এবারও বড়দিনের বৈচিত্র্যপূর্ণ সাজে সেজেছে হোটেলটি।
তিনি জানান, আমি সান্তা ক্লজ সাজতে পেরে আনন্দিত। সোনামণিদের উপহার দিই। তারা হাসিমুখে গ্রহণ করে। বুকটা খুশিতে ভরে যায়।
রেডিসনের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন এক্সিকিউটিভ জাফরিন খান বাংলানিউজকে জানান, রেডিসনে সাজানো হয়েছে ২০ ফুট লম্বা ক্রিসমাস ট্রি। পাশেই রয়েছে সুদৃশ্য ক্রিসমাস হাউস। কুকি হাউসে রয়েছে ২০ পদের কেক ও কুকিজ।
তিনি জানান, সোমবার (২৫ ডিসেম্বর) ক্রিসমাসের বিশেষ ডিনারে থাকছে অর্ধশতাধিক পদের সালাদ ও দারুণ সব ডেজার্ট। ডিনারে জনপ্রতি খরচ পড়বে ২৯৫০ টাকা।
বড় দিন উপলক্ষে রেডিসন ব্লু চিটাগাং বে ভিউর মহাব্যবস্থাপক রবিন এডওয়ার্ডস ও অ্যাসোসিয়েটরা একটি অনাথাশ্রমে শীতবস্ত্র বিতরণ করেছেন।
রেডিসন ছাড়াও হোটেল পেনিনসুলা, হোটেল আগ্রাবাদ, ওয়েল পার্ক রেসিডেন্সসহ বিদেশিদের আনাগোনা আছে এমন সব হোটেল, মোটেল, রেস্টহাউসে বড়দিনের আয়োজন রয়েছে।
হোটেল পেনিনসুলার মার্কেটিং ম্যানেজার মিস সুনেরা বাংলানিউজকে জানান, বড়দিন উপলক্ষে হোটেলের নিচতলা, লবি ও লেগুনা রেস্টুরেন্টকে আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) বড়দিনের স্পেশাল টার্কি ব্যুফে ডিনারের আয়োজন করা হবে। জনপ্রতি মাত্রা আড়াই হাজার টাকা। যারা আগে বুকিং দেবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়।
ওয়েল পার্ক রেসিডেন্সের মহাব্যবস্থাপক এমএ মনছুর বলেন, বড়দিন উপলক্ষে আমরা রঙিন বাতি আর ক্রিসমাস ট্রি দিয়ে হোটেল সাজিয়েছি। বড়দিন শিশু-কিশোরদের মধ্যে আকর্ষণীয় উপহার বিলি করবে সান্তা ক্লজ। মোহরা গার্ডেন রেস্টুরেন্ট ও রুফটপ বারভিকিউতে আইসক্রিম, জুস ও মুখরোচক নানান খাবারের সাথে থাকছে স্পেশাল বুফে ডিনার।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এআর/টিসি