ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিয়ের গাড়ির সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
বিয়ের গাড়ির সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ৪

চট্টগ্রাম: কক্সবাজারের চকরিয়া হারাবাং এলাকায় বিয়ের বরযাত্রীদের একটি হাইসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার ও শীলব্রত বড়ুয়া বাংলানিউজকে জানান, হারবাং দরগা গেট এলাকায় বিয়ের বরযাত্রীদের বহনকারী একটি মাইক্রোবাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। গুরুতর আহত হন মো. জুয়েল (৪০)।

আহত হন শওকত আকবর (৪০), শাহজাহান (৪৫) ও মেহেদি ৪০)।

সকাল সোয়া ১০টায় তাদের চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

এরপর জুয়েলকে ২৮ নম্বর এবং বাকি তিনজনকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।