নির্মল স্মৃতি ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রাম: নির্মল স্মৃতি ট্রাস্টের উদ্যোগে বাঁশখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে গরিব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে নির্মল স্মৃতি ট্রাস্টের চেয়ারম্যান দীপক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর তপন বড়ুয়া।
এসময় বক্তব্য রাখেন বাঁশখালী বৌদ্ধ সমিতির সাবেক সভাপতি ধনঞ্জয় বড়ুয়া, সমাজসেবক পঙ্কজ বড়ুয়া, মন্টু বিকাশ বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, টিটুরাজ বড়ুয়া প্রমুখ।
বক্তারা বলেন, কৃষি কর্মকর্তা নির্মল বড়ুয়া আজীবন এলাকা ও সমাজের উন্নয়নে কাজ করেছেন।
তিনি ছিলেন নির্লোভ, নিরহংকার ও পরোপকারী। সমাজে শিক্ষার আলো ছড়াতে সবসময় উদগ্রীব ছিলেন।
তারই বদান্যতায় অনেক গরিব পরিবারের সন্তানরা সুশিক্ষিত হয়ে সমাজের কল্যাণে কাজ করছেন। সমাজ ও দেশের উন্নয়নে বর্তমানে প্রয়াত নির্মল বড়ুয়ার মত লোকের বড়ই অভাব।
সভাশেষে শতাধিক গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও মশারি বিতরণ করেন অতিথিরা।
অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা নির্মল বড়ুয়ার স্মৃতির উদ্দেশ্যে তারই সন্তানরা জয়া বড়ুয়া, রক্তিম বড়ুয়া, দীপক কান্তি বড়ুয়া ও উমা বড়ুয়া সম্প্রতি ‘নির্মল স্মৃতি ট্রাস্ট’ গঠন করেছেন। যার মূখ্য উদ্দেশ্য সমাজের উন্নয়ন এবং এলাকাকে শিক্ষার আলো ছড়ানো।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১৭
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।