এই তিন সন্ত্রাসী হলেন, মো. মিলন (২০), মো. হান্নান (৪৫) ও মো. ওমর ফারুক (২৯)। এসময় তাদের কাছ থেকে বন্দুক, গুলি, কার্তুজ, চাইনিজ কুড়াল, দেশিয় অস্ত্র ও রকেট লাঞ্চার শেলের ব্যবহৃত খোসা পাওয়া যায়।
সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে এই তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ।
পুলিশ সূত্র জানায়, রোববার (২৪ ডিসেম্বর) সকালে আকবর শাহ থানার মীর আউলিয়া মাজারের উত্তর পাশে আব্দুল্লাহ আল ফরহাদ নামের এক ব্যক্তির জায়গায় মো. কামাল উদ্দিন ঠিকাদারের অধিনে বাউন্ডারি দেয়াল নির্মাণকাজ করছিলেন মো. মিজান নামের এক যুবক।
এসময় মিজানের স্বজনরা আসলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি করে ও ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। মিজানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় আহত মিজানের ছোট ভাই মো. আকবর হোসেন জড়িত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। এরপর ভোরে হান্নানের আস্তানায় অভিযান চালিয়ে তাকে দুই সহযোগী সন্ত্রাসীসহ গ্রেফতার করে পুলিশ।
আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) উৎপল কান্তি বড়ুয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তিন সন্ত্রাসীর কাছ থেকে একটি দেশিয় তৈরি কাঠের বাটযুক্ত এলজি, কার্তুজ, চারটি কিরিচ, তিনটি রামদা, একটি চাইনিজ কুড়াল ও রকেট লাঞ্চার সেল উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতার করার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
টিএইচ/টিসি