ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে সুচিন্তার জঙ্গিবাদবিরোধী সমাবেশ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
ফটিকছড়িতে সুচিন্তার জঙ্গিবাদবিরোধী সমাবেশ ফটিকছড়িতে সুচিন্তার জঙ্গিবাদবিরোধী সমাবেশ

চট্টগ্রাম: সুচিন্তা বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ফটিকছড়িতে ‘জঙ্গিবাদবিরোধী আলেম-ওলামা-ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর)উপজেলার জামেউল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় এই সমাবেশ করা হয়।

সুচিন্তা বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়ক মো. হাসনাত চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায়, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের হোসাইন মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস আলম, ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি জাহেদ উল্লাহ কোরাইশী, জামেউল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সুপার আল্লামা ইব্রাহীম কাসেম আল-কাদেরী, বাংলাদেশ তরীকত ফেডারেশের উপজেলা সভাপতি শাহাজাদা মো. বেলাল উদ্দীন শাহ, সাধারণ সম্পাদক আলমগীর আলম, বীর মুক্তিযোদ্ধার সন্তান জাহেদুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ওমর ফারুক চৌধুরী, তৈয়ব উল আলম  ভান্ডারি প্রমুখ।

সমাবেশে বক্তারা আলেম ওলামাদের প্রতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে জঙ্গিবাদবিরোধী শিক্ষা দেওয়া ও ধর্মের মূল বার্তা দেওয়ার জন্য অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।