ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কারখানায় অভিযান, আড়াই লাখ ইয়াবাসহ আটক ৪

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
কারখানায় অভিযান, আড়াই লাখ ইয়াবাসহ আটক ৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীতে একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়েছে নগর গোয়েন্দা ‍পুলিশ। ওই কারখানা থেকে আড়াই লাখ ইয়াবা এবং প্রায় ১০০ কেজি ইয়াবা তৈরির সরঞ্জামসহ চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে নগরীর ডবলমুরিং থানার বেপারিপাড়ায় ওই কারখানায় অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি- ডিবি-পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, কারখানাটিতে দীর্ঘদিন ধরে ইয়াবা তৈরি করে পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছিল।

কারখানায় ইয়াবা তৈরির মেশিন ও রাসায়নিক দ্রব্য পাওয়া গেছে।

দুপুর ২টায় সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এডিসি হুমায়ুন।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।