ছবি: সংগৃহীত
চট্টগ্রাম: সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে তিনি হেলিকপ্টারযোগে বিএমএতে এসে পৌঁছান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর ৭৫তম বিএম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার ১১টা ৫ মিনিটে বিএমএতে সরাসরি অবতরণ করেছে।
এরপর প্রধানমন্ত্রী নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন।
নৌবাহিনীর একটি কর্মসূচিতে যোগ দিতে প্রধানমন্ত্রী গত ২৪ ডিসেম্বর চট্টগ্রাম এসেছিলেন।
ওইদিন বিকেলে তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে যান।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
আরডিজি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।