চট্টগ্রাম: বিশ্ব ইজতিমা মাঠে ইবাদতরত ও ঘুমন্ত মুসল্লিদের ওপর সাদ পন্থীদের হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বাদে জুমা আন্দরকিল্লা শাহি জামে মসজিদের সামনে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাটহাজারী বড় মাদ্রাসার সিনিয়র মুফতি ও মুহাদ্দিস মুবাল্লিগে ইসলাম আল্লামা জসিম উদ্দিন বলেন, দীর্ঘ কয়েকবছর ধরে ইহুদিদের দোসর পথভ্রষ্ট সা'দ পন্থিরা দাওয়াতে তাবলিগের মতো বিশুদ্ধ একটি দাওয়াতি কাফেলাকে কলুষিত করার নানান পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।
শাপলা গণহত্যা, ইসকনের হামলাসহ ইজতিমা ময়দানের এসব হত্যাকাণ্ড একই সূত্রে গাথা উল্লেখ করে হেফাজতের যুগ্ম মহাসচিব ও হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির বলেন, ৫ আগস্টের পরাজিত শক্তি এবার সা'দ লীগ আমাদের সামনে এসেছে। তারা যেকোনোভাবে এই দেশকে অস্থিতিশীল করে স্বৈরাচারীদের পুনঃপ্রতিষ্ঠিত করতে চায়। আমরা সরকারের কাছে দাবি জানাই, অনতিবিলম্বে এইসব খুনি চক্রকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে।
সমাবেশে বক্তব্য দেন হেফাজতের নায়েবে আমির আল্লামা আলী উসমান, মাওলানা লোকমান হাকিম, যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরিস নদভী, নানুপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শওকত আলী, তাবলিগের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ইলিয়াস, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুব বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, মাওলানা জাকারিয়া মাদানি, মাওলানা ফয়সাল তাজ, মাওলানা হাফেজ আলী আকবর, মাওলানা হাবিবুল্লাহ ইসলামাবাদী, মাওলানা নজরুল ওমানি, মাওলানা কালিমুল্লাহ, মাওলানা হাফেজ সায়েম উল্লাহ, মাওলানা মাওলানা ইকবাল মাদানি, মাওলানা জিহাদুল ইসলাম, মাওলানা আনাস বিন আব্বাস প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
এআর/পিডি/টিসি