দুই শ্রমিকের উপর হামলার প্রতিবাদে ধর্মঘট আহ্বান করা হয়েছে জানিয়ে পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মৃণাল চৌধুরী বাংলানিউজকে বলেন, বুধবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রাম নগরী ও জেলায় সকাল-সন্ধ্যা অটোটেম্পু ধর্মঘট এবং বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বৃহত্তর চট্টগ্রামে সকাল - সন্ধ্যা যাত্রীবাহী পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে।
জানা গেছে, চট্টগ্রাম সীতাকুণ্ড অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন এবং চট্টগ্রাম জেলা অটোরিকশা অটোটেম্পো শ্রমিক লীগের মধ্যে দীর্ঘদিন ধরে একই রুটে টেম্পো চলাচল নিয়ে বিরোধ চলে আসছিল।
এ ঘটনায় বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ধর্মঘটের ডাক দিয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এমইউ/টিসি