ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় গাড়ির ধাক্কায় গৃহবধূ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
লোহাগাড়ায় গাড়ির ধাক্কায় গৃহবধূ নিহত

চট্টগ্রাম: যাত্রীবাহী ম্যাজিক গাড়ির (টেম্পু সদৃশ্য) ধাক্কায় সাহারু (৩৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। বুধবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে লোহাগাড়া উপজেলার আমিরাবাদের বউ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাহারু একই এলাকার মো. এয়াকুবের স্ত্রী।

জেলা পুলিশ মেডিকেল টিম-১‘র এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, চার চাকার ম্যাজিক গাড়ির ধাক্কায় এক গৃহবধূ গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।