ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিদ্যুৎ বিল বকেয়া, সেবক কলোনির সংযোগ বিচ্ছিন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
বিদ্যুৎ বিল বকেয়া, সেবক কলোনির সংযোগ বিচ্ছিন্ন ছবি গুগল থেকে নেওয়া

চট্টগ্রাম: বিদ্যুৎ বিল বকেয়া থাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সেবক কলোনির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এতে দিনভর দুর্ভোগে পড়েছেন আড়াই শতাধিক সেবক পরিবারের দেড় হাজার মানুষ।  

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি স্বীকার করে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা সন্ধ্যা সোয়া সাতটায় বাংলানিউজকে জানান, বিষয়টি জানার পর আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি।

শিগগির পুনরায় সংযোগ দেওয়া হবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কিছু বিল বকেয়া রয়েছে।

সেগুলো আমরা পরিশোধ করে দেব।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পাথরঘাটা জোনের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামাল হোসেন বাংলানিউজকে জানান, পাথরঘাটা বান্ডেল সেবক কলোনিতে তিনটি সংযোগ লাইন রয়েছে। এর বিপরীতে ২ কোটি ৯০ লাখ ৮৪ হাজার টাক‍া বকেয়া পড়েছে। বকেয়া আদায়ের লক্ষ্যে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে। সর্বশেষ দুটি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করে দ্রুততম সময়ের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছেন। তাই আমরা পুনরায় সংযোগ দিয়ে দেব।  

চসিকের কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রায় ৩৩ কোটি টাকা পাওনা রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।