বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক (মেট্রো) সন্তোষ কুমার চাকমা সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন আদালতে জমা দিয়েছেন।
জানতে চাইলে পরিদর্শক সন্তোষ বাংলানিউজকে বলেন, হান্নান মেম্বার ঘটনার মূল পরিকল্পনাকারী বলে আসামি আবু সামার জবানবন্দিতে এসেছে।
বৃহস্পতিবার কর্ণফুলী থানায় গ্রেফতার হওয়া আবুকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিকটিমের শনাক্ত করার কথা ছিল। তবে পিবিআই মামলার তদন্তভার নেওয়ায় কর্ণফুলী থানা টিআই প্যারেড করছে না বলে বাংলানিউজকে জানিয়েছেন নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) হারুন উর রশিদ হাযারী।
কর্ণফুলী থানায় গ্রেফতার হওয়া তিনজনের সঙ্গে ঘটনার কোন সম্পর্ক নেই বলে ইতোমধ্যে জানিয়েছে পিবিআই।
আব্দুল হান্নানকে বুধবার রাতে নগরীর কোতয়ালী থানা প্রাঙ্গনে পুলিশের অফিসার্স কোয়ার্টার থেকে গ্রেফতার করে পিবিআই। তার ছোট ভাই এসআই আব্দুল মান্নান বর্তমানে সিএমপির বিশেষ শাখায় কর্মরত আছেন।
গত ১২ ডিসেম্বর গভীর রাতে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের শাহ মিরপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে গিয়ে বাড়ির চার নারীকে ধর্ষণ করে ডাকাতরা। এ ঘটনায় মামলা নিতে পুলিশের বিরুদ্ধে গড়িমসি করার অভিযোগের পর ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের নির্দেশে কর্ণফুলী থানা পুলিশ প্রায় সাতদিন পর মামলা নেয়।
এই ঘটনায় সিএমপির ব্যর্থতা স্বীকারের পর মামলার তদন্তভার নেয় পিবিআই। এ পর্যন্ত পিবিআই তিনজনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে দুজন আদালতে জবানবন্দি দিয়েছেন।
চার নারী ধর্ষণ, ‘মূল পরিকল্পনাকারী’ হান্নান মেম্বার আটক
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
আরডিজি/টিসি