ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পতেঙ্গায় গর্তে মজুদ কালো তেলে আগুন!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
পতেঙ্গায় গর্তে মজুদ কালো তেলে আগুন!

চট্টগ্রাম: পুকুরের মতো বড় বড় গর্তে মজুদ করা পোড়া তেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পতেঙ্গায়। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা সোয়া একটার দিকে জ্বলন্ত বিড়ি-সিগারেটের ফেলে দেওয়া অংশ থেকে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার ‍সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বাংলানিউজকে জানান, ইপিজেড ফায়ার স্টেশন থেকে নয় কিলোমিটার দূরে পতেঙ্গায় মোজাম্মেল হকের খালি জমিতে গর্ত করে জাহাজের বর্জ্য হিসেবে পরিচিত পোড়া তেল মজুদ করা হয়েছিল। বিড়ি-সিগারেটের ফেলে দেওয়া অংশ থেকে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি জানান, খবর পেয়ে আমরা বন্দর ও ইপিজেড ফায়ার স্টেশনের আনুমানিক ২ হাজার ৪০০ লিটার ফোম দিয়ে তেলের আগুন নিয়ন্ত্রণ করি।

এক প্রশ্নের উত্তরে পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বলেন, এসব কালো তেল ইটভাটায় বিক্রি করেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এভাবে দাহ্য পদার্থ মজুদ করা খুবই বিপজ্জনক। বিশেষ করে জনবসতি আছে এমন এলাকায়।     

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।