ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৬

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৬

চট্টগ্রাম: নগরীর পাঁচলাইশ থানার বিবিরহাট কাঁচাবাজার এলাকায় এবিএম মহিউদ্দিন চৌধুরীর শোকসভা শেষে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসাইন বাংলানিউজকে জানান, আহতরা হলেন মো. রুবেল (২২), আলমগীর (২৪), নাজিম সানি (২৫), আরিফ (২২), পাভেল (২৫) ও আকাশ নাথ(২৩)।

আহতদের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তবে আঘাত গুরুতর নয়।

শোকসভায় মহিউদ্দিন চৌধুরীর ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।