বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাতটার দিকে সীতাকুণ্ডের গোল আহম্মদ এলাকায় দুটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এ সময় চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে একটি গাড়ির চালক কামরুল মিয়া (৩২) নিহত হন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, দুটি গাড়িই আটক করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. হামিদুর রহমান বাংলানিউজকে জানান, মিরসরাইয়ের জোরারগঞ্জ আমুর হাট রাস্তার মাথা এলাকায় ইটবাহী ট্রাকের ধাক্কায় রেজাউল করিম (৩২) নিহত হয়েছেন। বেলা সোয়া দুইটার দিকে তাকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি দক্ষিণ সোনা পাহাড় এলাকার শামসুল হকের ছেলে।
বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এআর/টিসি